ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
সিরাজগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাইকিং করে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় বসতবাড়ি-দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা ও পূর্ব মোহনপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

আহতদের মধ্যে পঞ্চসোনা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ফরহাদকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সয়দাবাদ পুনর্বাসন বড় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালে মোহনপুর ও পঞ্চক্রোশী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এটা নিয়ে কয়েকদিন ধরেই দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছে। এদিকে মুলিবাড়ি-সিরাজগঞ্জ সড়ক দিয়ে শহরে যাওয়ার সময় পঞ্চসোনা গ্রামের লোকজনকে কয়েক দফায় মারধর করে পূর্ব মোহনপুর গ্রামবাসীরা। এ অবস্থায় আজ সকালে পূর্ব মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।