ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে অধিভুক্তির বেড়াজাল থেকে মুক্তি ও তিতুমীর বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করছে সরকারি তিতুমীর কলেজের তিতুমীর ঐক্য নামে একটি সংগঠন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে তিতুমীর ঐক্য আয়োজিত কর্মসূচিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজের সামনে থেকে মহাখালী আমতলিতে গিয়ে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং মিছিল থেকে তাদের ভিসিকে অপসারণের দাবিতে স্লোগানও শোনা যায়।

এদিকে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মহাখালীতে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মিছিল থেকে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।

সরকারি তিতুমীর কলেজের তিতুমীর ঐক্যের উপদেষ্টা প্যানেলের সদস্য মোশাররফ হোসেন রাব্বি বাংলানিউজকে বলেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজকে আমরা এ বিক্ষোভ মিছিল করছি। আমরাই ইতোমধ্যে চারটি স্মারকলিপি দিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে এর কোনো জবাব না আসায়, আজকে আমরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

তিনি বলেন, আজকে আমরা মহাখালীতে বিক্ষোভ কর্মসূচি পালন করব। আমাদের মিছিলটি তিতুমীর কলেজ থেকে মহাখালী পর্যন্ত যাবে।

সরকারি তিতুমীর কলেজের ২০১৯-২০২০ সেশন এর সাধারণ শিক্ষার্থী আলিম আল রেজওয়ান বাংলানিউজকে বলেন, ঢাকা উত্তরের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে তিতুমীর কলেজ। সেই উদ্দেশে আজকে আমরা মাঠে নেমেছি। এর আগেও আমরা তিনদিনের আল্টিমেটাম দিয়েছিলাম। তারা কোনো কিছু জানায়নি।

আলিম আল রেজওয়ান বলেন, ঢাবির এ দ্বৈত নীতি আমরা কোনো দিনই মেনে নেব না। আমাদের তিতুমীরের সার্টিফিকেট ‘ অ্যাফিলিয়েটেড’ লেখা থাকে, কোনো বিদ্যালয়ের কোনো সার্টিফিকেটে ‘অ্যাফিলিয়েটেড’ লেখা থাকে না। তিতুমীরসহ সাত কলেজের সার্টিফিকেটে ‘অ্যাফিলিয়েটেড’ লেখা থাকে। তাহলে এখানে তো ব্রিটিশদের মতো দ্বৈত নীতি চলছে। ব্রিটিশরা যেমন দ্বৈত নীতি চালাতো, তারাও এখানে এরকম দ্বৈত নীতি চালাচ্ছে। তাই এই আগ্রাসন থেকে বের হওয়ার জন্য আমরা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি।

অবস্থান কর্মসূচির বিষয়ে তিনি বলেন, জনদুর্ভোগ কমিয়ে যতটুকু সম্ভব আমরা এ অবস্থান কর্মসূচি পালন করব।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
ইএসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।