ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শোয়েব মিথুনের স্মরণে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দোয়া

স্টার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
শোয়েব মিথুনের স্মরণে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দোয়া

ঢাকা: অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েবুর রহমান মিথুনের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফটো সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় ফটো সাংবাদিকরা মিথুনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। স্পোর্টস ফটো সাংবাদিকতায় তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন, সাবেক সভাপতিসহ শোয়েব মিথুনের বাবা মজিবুর রহমান ও ফটোসাংবাদিকরা।

ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শোয়েব মিথুন। গত ২১ অক্টোবর সন্ধ্যায় ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে কয়েক দিন চিকিৎসাধীন ছিলেন। পরে পরিবারের ইচ্ছায় তাকে বাসায় নেওয়ার পথে মিথুনের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।