ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্দোলনে আহত কাশেমীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আন্দোলনে আহত কাশেমীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ডে

ঢাকা: অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্পাইনাল কর্ড ইনজুরিতে গুরুতর আহত মোহাম্মদ লুৎফর রহমান কাশেমীকে (৩১) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি থাইল্যান্ডের উদ্দেশে রওয়ানা হন।

প্রাথমিক রিপোর্ট দেখে ভেজথানি হাসপাতাল জানায়, রোগীর মেরুদণ্ডের আঘাতের ধরন নির্ণয় করা হয়েছে এবং চিকিৎসার প্রাথমিক লক্ষ্য হবে রোগীর গতিশীলতার উন্নতি করে থেরাপির মাধ্যমে শরীরের পেশি শক্তিশালী করা। চিকিৎসায় ফিজিওথেরাপিসহ পিঠের এবং নীচের পিঠের জন্য পেশি স্ট্রেচিং, কোর শক্তিশালীকরণ এবং ব্যথা কমানোর বিভিন্ন পদ্ধতি যেমন ম্যাসেজ, আকুপাংচার, আল্ট্রাসাউন্ড, হট প্যাক, শকওয়েভ বা লেজার থেরাপির মতো কৌশল ব্যবহার করা হবে। এছাড়া ঘাড়ের চিকিৎসার জন্য আল্ট্রাসাউন্ড এবং হিট থেরাপি, লেজার থেরাপি, ঘাড়, পিঠ এবং কোর শক্তিশালী করার ব্যায়াম এবং ব্যথা কমাতে হাইড্রোথেরাপি ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।