ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
শেরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

শেরপুর: শেরপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- আন্ধারিয়া নিজপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) ও মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)।

কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।  

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে শিশু মাহিন ও জুনায়েদ খেলতে যায়। পরে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার পর অভিভাবকরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, খেলতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় তারা।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তবে কোনো অভিযোগ থানায় আসেনি। খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।