ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে নবীন সৈনিকদের প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
খাগড়াছড়িতে নবীন সৈনিকদের প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ

খাগড়াছড়ি: সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ‘ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি)’ ব্যাচ-২০২৪-এর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) সকালে দীঘিনালা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডে সালাম গ্রহণ করেন ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

 

সেনাবাহিনীর নবীন সদস্য হিসেবে মৌলিক প্রশিক্ষণ শেষে ৭৫৮ জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেন।

প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন বিষয়ে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য ছয় জনের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন মুশফিকুর রহমান।  

নবীন সেনাসদস্যদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে সেবা করার আহ্বান জানান তিনি।

কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।