ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য সাজেকের দুয়ার খোলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য সাজেকের দুয়ার খোলা

রাঙামাটি: একটানা ৪৫ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (০৫ নভেম্বর) থেকে রাঙামাটির পর্যটন নগরী সাজেক যেতে পারবেন পর্যটকরা।

এরই মধ্যে পর্যটকদের বরণ করতে সাজেক কটেজ মালিকরা প্রস্তুতি সেরে নিয়েছেন।

গত ০১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণের জন্য নিরুৎসাহিতকরণ তুলে দেওয়া হয়েছিল।

সাজেক রাঙামাটি জেলার অংশ হলেও পার্শ্ববর্তী খাগড়াছড়ি জেলা হয়ে যাওয়ার কারণে খাগড়াছড়ি জেলার সঙ্গে সাজেকেও ০৪ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল প্রশাসন।

সাজেক কটেজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, সাজেকে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ এবং ১৪টির বেশি রেস্তোরাঁ রয়েছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, দেড় মাসে তাদের প্রায় ৮-৯ কোটি টাকা লোকসান হয়েছে। পর্যটকরা এলে লোকসান কিছুটা পুষিয়ে নিতে পারবেন।

রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, গত ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণে যে নিরুৎসাহিত ছিল তা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে হত্যার পর খাগড়াছড়ি, দীঘিনালা উপজেলা এবং রাঙামাটি শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে এই দুই জেলায় চারজন নিহত এবং অনেকে আহত হয়।  

পর্যটকদের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটানা ২৪ দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিল স্থানীয় প্রশাসন।

তবে বুধবার (৩০ অক্টোবর) প্রশাসন ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকরা বিনা বাধায় ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।