ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
মোহাম্মদপুরে হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আল শাহরিয়ার হোসেন হত্যা মামলাসহ ১৫ মামলার এজাহারনামীয় আসামি আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম আল শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় তার বাবা মো. মনির হোসেনের অভিযোগের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম আল শাহরিয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আল শাহরিয়ার হোসেন হত্যায় জড়িত আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।  

প্রসঙ্গত, গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে। সে শাহবাগ থানার একটি চুরি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।