ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাগরপথে মালয়েশিয়ায় পাচারচেষ্টা: ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
সাগরপথে মালয়েশিয়ায় পাচারচেষ্টা: ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল গ্রেপ্তার

কক্সবাজার: সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় টেকনাফ উপজেলায় ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। পাচার কাজে জড়িত চার দালালকেও গ্রেপ্তার করেছে।


 
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৯ কিশোরী ও তিন নারী রয়েছেন। তারা উখিয়ার বিভিন্ন শিবিরের বাসিন্দা। গ্রেপ্তাররা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নুরুল আমিন (২৫), একই এলাকার নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার মো. আল আমিন (২৪)।  

সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গা-দালালদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানের ভেতর সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে- এমন খবর পাই। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪ দালালকে আটক ও ১২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। রোহিঙ্গাদের মধ্যে ৯ কিশোরী ও তিন নারী। তাদের ক্যাম্প কর্তৃপক্ষের কাছে  হস্তান্তর করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে। মামলার পর আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।