ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিকল্পনা কমিশন গঠন করে প্রজ্ঞাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
পরিকল্পনা কমিশন গঠন করে প্রজ্ঞাপন

ঢাকা: প্রধান উপদেষ্টাকে চেয়ারম্যান করে বাংলাদেশ জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিকল্পনা কমিশন গঠন করে সোমবার (৪ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিশনের বিকল্প চেয়ারপারসন হিসেবে থাকবেন অর্থ উপদেষ্টা। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ভাইস চেয়ারপারসন এবং পরিকল্পনা কমিশনের সদস্যদের এ কমিশনের সদস্য করা হয়েছে। পরিকল্পনা বিভাগের সচিবকে সদস্য-সচিব করা হয়েছে। প্রয়োজনে কমিশন নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপস্ট) করতে পারবে।

রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সিডিউল-১-এ বর্ণিত পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্গত পরিকল্পনা কমিশনের জন্য নির্ধারিত কার্যাবলি।

কার্যাবলি নিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় দেশের সার্কিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা; জাতীয় অর্থনৈতিক পরষিদে অনুমোদনের লক্ষ্যে উপস্থাপনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও সংশোধিত বারইষকত উন্নয়ণ কর্মসূচির খসড়া চূড়ান্তকরণ; জাতীয় অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা ও হালনাগাদকরণের নির্দেশনা প্রদান; জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলি পর্যালোচনা; জাতীয় পরিকল্পনার গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়াবলি সম্পর্কে আন্তঃমন্ত্রণালয় মতপার্থক্য দূরীকরণ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রয়োজনে ভাইস চেয়ারপারসনের সভাপতিত্বে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা করা যাবে এবং বর্ধিত সভায় যোগদানের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব/সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় মতপার্থক্যের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি/ প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো যাবে।

কমিশনের বৈঠক প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা খসড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও খসড়া সংশোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদনের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য সুপারিশ করবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।