ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘চোর সন্দেহে’ তরুণকে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
‘চোর সন্দেহে’ তরুণকে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়  (২৫) এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।



গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের মনির বেপারীর বাড়িতে সংঘবদ্ধ চোর চুরি করতে গেলে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে চোরদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রেখে থানায় খবর দেয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে বিকেলে শেবাচিমেক ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে মরদেহটি আজ দুপুরে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।