ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ, উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
সিলেটে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ, উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ চলছে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

সিলেট: ছাত্র-জনতার অংশীদারত্ব বিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্ররা সিলেটে বিক্ষোভ করেছেন।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় তারা নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশ থেকে তারা উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন।

এর আগে চৌহাট্টা থেকে বিক্ষোভ মিছিল করে জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখান থেকে সরে এসে বৈষম্যহীন যোগ্যলোকদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ সাজানোর দাবি জানান তারা।  

বক্তারা আশা করেন, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেবেন। এ সময় কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা বেহাত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা।  

এর আগে রোববার (১০ নভেম্বর) নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।