ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের ডাকাত আসাবুর সহযোগীসহ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
সুন্দরবনের ডাকাত আসাবুর সহযোগীসহ গ্রেপ্তার

ঢাকা: সন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)।

বিষয়টি নিশ্চত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মো. আলমগীর মীর (২৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ২টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তার আসাবুর ও মো. আলমগীর মীরের বাড়ি খুলনা জেলার দাকোপ থানাধীন সুতারখালী গ্রামে। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অবৈধ অস্ত্র মামলা ও ২টি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার আসাবুর ও মো. আলমগীরকে এবং জব্দকৃত অস্ত্র দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।