ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে ৩০ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

সিনিয়রকরেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ওয়ারীতে ৩০ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৩০ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. স্বপন ফরাজী (৪৪)।

রোববার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) ওয়ারী এলাকার তাহেরবাগ লেনের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, ওয়ারী এলাকার তাহেরবাগ লেনের একটি বাসায় একজন মাদক কারবারি মাদক বিক্রির জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় স্বপন ফরাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার স্বপন ফরাজী দেশের বিভিন্ন এলাকা থেকে মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক সংগ্রহ করে ওয়ারীসহ আশপাশের এলাকায় বিক্রি করতো।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪ 
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।