ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ডোবায় মিলল মুদি দোকানির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ডোবায় মিলল মুদি দোকানির মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ডোবা থেকে রইচ উদ্দিন (৫৫) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বাজারের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রইচ উদ্দিন কাঙলাকান্দা নলুয়া গ্রামের বাসিন্দা। নলুয়া বাজারে তার মুদি দোকান রয়েছে।  

স্থানীয় সূত্র জানায়, তাহেজ ফকির নামে এক কৃষক সোমবার বিকেলে বন কাটতে গিয়ে শুকনো ডোবায় একটি গলিত মরদেহ দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহ শনাক্ত করতে পারছিল না। পরে রইচ উদ্দিনের একটি হাতের ৬টি আঙুল ছিল তাই দেখে তাকে শনাক্ত করে পুলিশে খবর দেওয়া হয়।  

নিহতের স্বজনরা জানান, গত ৩ নভেম্বর রাতে নিজ দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন রইচ উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ৮ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার বিকেলে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত মরদেহ পাওয়া যায়। নিখোঁজ রইচ উদ্দিনকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত রইচ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পুরোপুরি গলে যাওয়ায় চেনার উপায় নেই। তবে নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন লাশের হাতের ৬ আঙুল দেখে দাবি করছেন এটাই রইচ উদ্দিনের মরদেহ। ডিএনএ টেস্ট করে লাশের আসল পরিচয় নিশ্চিত হওয়া যাবে।  

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ১৫ দিন আগেই তাকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। ডোবায় পানি শুকিয়ে যাওয়ায় মরদেহটি বেরিয়ে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।