ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রম ও সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
শ্রম ও সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রম ও সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি  করেছে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন।

এ সময় ইউনিয়নের সদস্যরা শ্রম ও সড়ক পরিবহন আইন সংশোধন করে সারা দেশের জন্য একক আইন প্রণয়নের মাধ্যমে প্রাইভেট কার-মাইক্রোবাস চালক, রাইডার, ই-প্লাটফর্ম কর্মীসহ সব শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করে তাদের নিয়োগপত্র, কর্মঘণ্টা, চাকরির নিরাপত্তা, ন্যায্যমজুরি, অতিরিক্ত কাজের মজুরি, চাকরির অবসানে ক্ষতিপূরণ, উৎসব ভাতা, ছুটি, দুর্ঘটনায় আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ, ট্রেড ইউনিয়ন অধিকারসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমাধিকারসমূহ সকলের জন্য নিশ্চিত করার দাবি করেছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে তারা শ্রম উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন বলেও জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষকে বঞ্চিত করে, তাদের জীবনকে অনিশ্চয়তার মধ্যে রেখে জুলাই আন্দোলনের চেতনায় বৈষম্য মুক্ত সমাজ গড়া সম্ভব হবে না। বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনকে বিজয়ের প্রান্তে পৌঁছানোর অন্যতম অংশীদার প্রাইভেট গাড়ির চালক, রাইডার, ই-প্লাটফর্মের কর্মীসহ অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত লাখো শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষেরা তার যৌবনের শক্তি বিলিয়ে দেশের সম্পদ সৃষ্টিতে ভূমিকা রাখছে। কিন্তু রাষ্ট্রের সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধনীদের সম্পদ বাড়ছে, বিদেশে সম্পদ পাচার বাড়ছে, আর শ্রমজীবীদের অনিশ্চয়তা-নিরাপত্তাহীনতা বাড়ছে।

তারা আরও বলেন, বিকশিত জীবনের পথে আগানোর পরিবর্তে শুধুমাত্র ক্ষুধার জ্বালা নিবারণের জন্য প্রায় দাসত্বের জীবনে আবদ্ধ হচ্ছে কোটি কোটি শ্রমজীবী মানুষ। আর ন্যায্যতার পরিবর্তে নিরঙ্কুশ মুনাফা নিশ্চিত করতে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষকে আইনি সুরক্ষার বাইরে রাখা হয়েছে। অথচ, এসডিজি অর্জনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারের ব্যর্থতায় যে যুব শক্তি রাইড শেয়ারিং বা সার্ভিস ডেলিভারি বা ই-প্লাটফরমে যুক্ত হয়ে কিংবা ব্যক্তি পর্যায়ে গাড়ি চালনা বা গৃহকর্মীর কাজ করে জীবিকা অর্জনের পথ বেছে নিয়েছে, তাদের স্বাস্থ্য-নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার বিষয়েও সরকারের দায়িত্বহীনতা কোনো সভ্য ও কল্যাণ রাষ্ট্রের চরিত্র হতে পারে না।

বক্তারা আরও বলেন, আইএলও গভর্নিং বডির সভায় সরকার আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন-২০০৬ সংশোধন করার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। এই সংশোধনী যেন ২০১৩ বা ২০১৮ এর মতো প্রতারণামূলক না হয় যা শ্রম অধিকারের সুরক্ষার পরিবর্তে শ্রমিকদের অধিকারকে সংকুচিত করে। বিদ্যমান শ্রম আইন কে আইএলও’র মৌলিক কনভেনশনসমূহ এবং আইএলও কনভেনশন ১০২, ১২১, ১৩১, ১৮৯ ও ১৯০ এর আলোকে এমনভাবে সংশোধন করতে হবে যাতে ব্যক্তিগত গাড়ির চালক, রাইডার, ই-প্লাটফরম কর্মীসহ সব শ্রমিকের অধিকারের সুরক্ষা একই আইনের অধীনে নিশ্চিত করা যায়।

তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শান্তির ভয় দেখানোর চেয়ে গাড়ি চালকদের শারীরিক ও মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া দরকার। সে জন্য সড়ক পরিবহণ আইন ২০১৮ এর অপব্যবহার করে জরিমানা ব্যবসা ও দুর্নীতির সুযোগ বন্ধ করার পাশাপাশি গাড়ি চালকদের চাকরির শর্তাবলী ও সামাজিক সুরক্ষা উন্নত করার মাধ্যমে তাদের মধ্যে সামাজিক মর্যাদা ও দায়িত্বশীলতার চেতনা গড়ে তোলার জন্য সম-আচরণের পরিবেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, গাড়ি চালকদের শান্তিপূর্ণভাবে উত্থাপিত দাবিসমূহ বিবেচনায় নিয়ে শ্রম আইন এবং সড়ক পরিবহণ আইনের প্রয়োজনীয় সংশোধন ও যথার্থ বাস্তবায়নের মাধ্যমে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করবেন। অন্যথায় গাড়িচালকের মানবিক জীবনের দাবি আদায়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের কার্যকরী সভাপতি বিরেশ চন্দ্র দাশ এবং পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আহাসান হাবিব বুলবুল। বক্তব্য দেন, ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ শাহাজালাল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান সবুজ, সহ-প্রচার সম্পাদক দুলাল হাওলাদার, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শফিক, বাড্ডা উপকমিটির সভাপতি গোলাম রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।