ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজের বাস থামিয়ে মারধর, আহত ১১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ঢাকা কলেজের বাস থামিয়ে মারধর, আহত ১১

ঢাকা: রাজধানীর সাইন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাস থামিয়ে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা কলেজের ১১ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা কলেজের তিনটি বাসে শিক্ষার্থীরা বাসায় ফিরছিলেন। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে সিটি কলেজের শিক্ষার্থীরা ওই বাসগুলো থামিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করেন।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা বাসে করে বাড়ি ফিরছিলেন, তখন সিটি কলেজের ছাত্ররা বাসগুলো অবরোধ করে হামলা চালায়। তবে হামলার কারণ সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।

সংঘর্ষে আহতরা হলেন, শাহরিয়ার (২১), নূর হোসেন (১৮), তুষার (১৯), সিজন (১৯), তানিম (২১), দেওয়ান নাঈম (২৩), নিরব (২১), আরাফাত (২১)। তাৎক্ষণিকভাবে আহত অন্যান্যদের নাম জানা যায়নি।

আহতরা জানান, আজ ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল।  অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে বাসযোগে সব শিক্ষার্থী একে একে বের হয়ে যান। আমাদের তিনটি বাস সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে সিটি কলেজের ছাত্ররা বাসগুলো থামিয়ে ছাত্রদের মারধর করে।

তবে কী কারণে তাদের ওপর হামলা করা হয়েছে, তা আহত শিক্ষার্থীরা জানাতে পারেননি। তবে এই ঘটনায় আরও অনেক শিক্ষার্থী আহত আছেন বলেও তারা দাবি করেন।

একটি সূত্র জানায়, ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের দুই শিক্ষার্থীর সঙ্গে সিটি কলেজের কোনো ছাত্রদের পূর্বের দ্বন্দ্ব ছিল। এর জের ধরে আজকে হামলার ঘটনা ঘটেছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বিকেল ৪টার পর জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষিতে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ধীরে ধীরে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।