ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীর চুরি যাওয়া ২৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
ব্যবসায়ীর চুরি যাওয়া ২৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকা: শান্তা কনস্ট্রাকশন নামে এক রিয়েল এস্টেট কোম্পানির মালিক ব্যবসায়ী স্বপন সাহার ২৪ লাখ টাকা টাকা চুরি করে নিয়ে যান তার গাড়ির ড্রাইভার। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি চুরির মামলা করেন স্বপন সাহা।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ড্রাইভারের এক সহযোগীকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া ২৩ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তির নাম- মো. মাসুদ হাওলাদার ওরফে মাসুম (২৬)।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টায় চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া টাকা চুরি করা পলাতক ড্রাইভারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শাহবাগ থানার বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২১ নভেম্বর সকাল আনুমানিক ১০টায় ড্রাইভারকে নিয়ে তার গাড়িযোগে প্রথমে মতিঝিলের একটি ব্যাংক থেকে ২০ লাখ ও পরে গুলশানের একটি ব্যাংক থেকে পাঁচ লক্ষসহ মোট ২৫ লাখ টাকা উত্তোলন করে বাসার উদ্দেশে রওনা দেন স্বপন সাহা। পথে স্বপন সাহা তার পরিচিত এক ব্যবসায়ীকে একলাখ টাকা প্রদান করেন। বিকেল আনুমানিক সাড়ে ৩টায় বাসার নিচে গ্যারেজে গাড়ির ভিতরে একটি ব্যাগের মধ্যে বাকি ২৪ লাখ টাকা রেখে ড্রাইভারকে খাবার খেয়ে আসতে বলে স্বপন সাহা বাসায় চলে যান।

পরে বিকাল আনুমানিক ৩টা ৪০ মিনিটে স্বপন সাহা ড্রাইভারকে দ্রুত গাড়ির কাছে আসতে বললে, সে গাড়ির কাছেই আছে বলে জানায়। পরবর্তীতে স্বপন সাহা বিকেল সোয়া ৪টায় বাসা থেকে গ্যারেজে এসে দেখেন ড্রাইভার গাড়ির পাশে নেই। তখন সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে সে জানায়, ড্রাইভার গাড়ি থেকে একটি ব্যাগ নিয়ে বাইরে চলে গেছে। স্বপন সাহা তখন ড্রাইভারের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেনি। তখন স্বপন সাহা বাসা থেকে গাড়ির অপর একটি চাবি এনে গাড়ির দরজা খুলে দেখেন গাড়ির ভিতর রাখা ব্যাগসহ ২৪ লাখ টাকা নেই। ড্রাইভারের ভাড়া বাসায় খোঁজাখুঁজি করেও তাকে বা তার পরিবারের কাউকে খুঁজে পাননি তিনি। এমনকি গ্রামের বাড়িতে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় গত ২১ নভেম্বর বিকেলে শাহবাগ থানায় একটি চুরি মামলা করেন ব্যবসায়ী স্বপন সাহা। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে ড্রাইভারের অবস্থান শনাক্ত করা হয়। এরপর চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী স্বপন সাহার চুরি হওয়া ২৩ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তার করা হয় ড্রাইভারের সহাযোগী মাসুদকে। তবে এখনো সেই ড্রাইভার পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এসসি/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।