ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লা: কুমিল্লা মহানগরে ১৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে জেলা-মহানগর পর্যায়ে এটি তাদের একাদশ আহ্বায়ক কমিটি।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।

আগামী ছয় মাসের জন্য তারা এ কমিটি অনুমোদন করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় ২৯৫ সদস্যের আহ্বায়ক কুমিল্লা জেলা কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মাদ রাশেদুল হাসানকে করা হয়েছে সদস্যসচিব।

এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোস্তফা জিহানকে মুখ্য সংগঠক এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষার্থী জাবেদ আহমেদ ভূঁইয়াকে মুখপাত্র করা হয়েছে। এ কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৮ জনকে সংগঠক ও ১৩৮ জনকে সদস্য করা হয়েছে।

কমিটি ঘোষণার পর শুক্রবার রাতে কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, কুমিল্লা আওয়ামী ফ্যাসিবাদের কবরস্থান, জুলাই বিপ্লবের রাজধানী। স্বাধীন বাংলাদেশের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কুমিল্লা অগ্রগামী ভূমিকা পালন করবে।

সদ্য গঠিত কুমিল্লা মহানগর কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে। আমরা দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই, যোগ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।