রাজশাহী: গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি-আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবের মরদেহ দাফন করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় সাকিবের মরদেহ তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারীপুরে জানাজা শেষে দাফন করা হয়।
তার নামাজে জানাজায় সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।
জানাজায় অংশগ্রহণকারীরা এ ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, পিকনিক গিয়ে এমনভাবে অপমৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এর আগে শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়।
এরপর থেকে তার পরিবার-পরিজন, আত্মীয় ও গ্রামবাসীর আহাজারিতে ভারি হয়ে ওঠে তার গ্রামের পরিবেশ। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার দ্বিতীয় সন্তান সাকিব। তার বড় বোন পেশায় একজন চিকিৎসক। মেধাবী ও নম্র-ভদ্র হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে ছিল তার। সেই স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন আইইউটিতে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এসএস/আরবি