ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়লো এক মাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়লো এক মাস

ঢাকা: সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে।  

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদের হিসাব জমা দেওয়া যাবে বলে রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ছিল।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, আমাদের ১৫ লাখ সরকারি কর্মচারী। অনেকেই বুঝতেছেন না কীভাবে হিসাব বিবরণী জমা দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেহেতু রিটার্ন জমা জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে। আমরাও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।