ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-ডিবির কঠোর অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-ডিবির কঠোর অবস্থান

নারায়ণগঞ্জ: রাজধানীতে সমাবেশে ডেকে অস্থিতিশীল করার চেষ্টার খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তল্লাশি চৌকি বসিয়ে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ডে এ চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিবি, সিদ্ধিরগঞ্জ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশের ব্যাপক সদস্য সাইনবোর্ড অংশে অবস্থান নেয়। ঢাকাগামী প্রায় সব পরিবহনকেই পুলিশ সদস্যরা থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে। তবে এ তল্লাশির ফলে মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি।

 শাহ আলম নামে কোমল মিনিবাসের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রশাসন ধারণা পেয়েছে ঢাকায় কোনো একটি গ্রুপ বিশৃঙ্খলার চেষ্টা চালাবে। তাই তারা এই চেকপোস্ট বসিয়েছে বলে আমাদের বলেছে। আমাদের চেক করে ছেড়ে দিয়েছে, সময় বেশি নষ্ট করেনি। আমরা এতে সন্তুষ্ট।

আরেক যাত্রীর মতে, দেশকে ভালো রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগ উত্তম।

যাতায়াত নামের দূরপাল্লার একটি বাসের চালক বলেন, মহাসড়ক পুরো ফাঁকা রয়েছে। সাইনবোর্ড অংশে ১০ মিনিট গাড়ি আটকে যাত্রীদের তল্লাশি করা হয়েছে। মূলত যাদের সন্দেহ হয়েছে তাদেরই জিজ্ঞেস করেছে পুলিশ।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, আমাদের টহল টিম মহাসড়কে রয়েছে। যানজট নেই, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেছেন, আমাদের কাছে তথ্য আছে একটি গ্রুপ বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানুষদের এনে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার প্ল্যান আছে। সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ঢাকায় একটি মহলের ডাকা সমাবেশের খবরে আমরা সাইনবোর্ডে আছি। তল্লাশি করছি। কোনো ধরনের নাশকতাকারী যেন কোনো পরিকল্পনা করতে না পারে সেজন্য আমাদের নজরদারি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।