ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৈরাজ্য প্রতিহত করাই আইনশৃঙ্খলা বাহিনীর কাজ: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নৈরাজ্য প্রতিহত করাই আইনশৃঙ্খলা বাহিনীর কাজ: সারজিস

ঢাকা: অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে দেশের স্বার্থে তাদের প্রতিহত করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন। তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। ’

এদিকে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ারসহ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া শাহবাগে সমাবেশে অংশ নিলে বিনা সুদে ঋণ দেওয়া হবে—এমন কথা বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেটেখাওয়া মানুষদের এনে শাহবাগে জড়ো করার চেষ্টা করেছে ‘অসহিংস গণঅভ্যুত্থান’ নামের একটি সংগঠন। দেশ অস্থিতিশীল করার জন্য সংগঠনটি এমন কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে ফেসুবকে পোস্ট দিয়ে নৈরাজ্যকারীদের প্রতিহত করার কথা জানালেন সারজিস আলম।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।