ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তি চায় হিন্দু মহাজোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তি চায় হিন্দু মহাজোট

ঢাকা: রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

গত সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব ডা. হেমন্ত দাস ও হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুণ্ডু তপু হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি তুলে নেওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।

তারা বলেন, হাজার হাজার কর্মী-সমর্থকদের মধ্যে কেউ যদি জাতীয় পতাকার অবমাননা করে, তার দায় কোনো নেতার হতে পারে না। এ ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহী মামলা কোনো অবস্থাতেই কাম্য না। তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।