ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রিফাত, সম্পাদক রায়হান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রিফাত, সম্পাদক রায়হান ইমতিয়াজ হাসান রিফাত ও জাভেদ রায়হান

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি চ্যানেল-২৪ এর প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত ও সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি জাভেদ রায়হান।

 

বুধবার (২৭ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা শতাব্দী জুবায়ের, নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইকবাল হাসান এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।  

এর আগে নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এ কমিটি ঘোষণা করেন।  

অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. আবদুল্লাহ আল মাহবুব প্রমুখ।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক আমাদের সময়ের অনন মজুমদার, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক সকালের সময়ের তামিম মিয়া, দপ্তর সম্পাদক হিসেবে আছেন দৈনিক আজকের পত্রিকার আতিকুর রহমান তনয়, তথ্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ বিচিত্রার ফাতেমা রহিম রিন্স। কার্যনির্বাহী সদস্য দৈনিক বর্তমানের মারিয়াম আক্তার শিল্পী ও বার্তা বাজারের আব্দুল্লাহ।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।