ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে চোর সন্দেহে ৩ জনকে আটকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
গৌরনদীতে চোর সন্দেহে ৩ জনকে আটকে গণপিটুনি

বরিশাল: বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের।

স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাজারের জামাল খানের আড়ত থেকে কয়েক বস্তা পেঁয়াজ গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন তিন ব্যক্তি। এসময় বাজারের কাঁচামাল আড়তের শ্রমিকরা ওই তিনজনকে আটক করে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে বুধবার (২৭ নভেম্বর) সকালে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।  

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবর রহমান জানান, আটকদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।