ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বাসে ধরে গেল আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
খুলনায় বাসে ধরে গেল আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

খুলনা: খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে আগুন লেগে মো. শরিফ (১৮) নামে এক হেলপার দগ্ধ হয়ে মারা গেছেন।  

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

শরিফ মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার বাসিন্দা। তিনি খুলনা-ঢাকা রুটের সুন্দরবন পরিবহনের হেলপার ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসটি রেখে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন হেলপার শরিফ। রাত ২টার দিকে কয়েল থেকে বাসে আগুন লেগে দগ্ধ হন তিনি। এ সময় আশপাশের লোকজন আগুন দেখে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রয়েছে।  

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন হেলপার শরিফ। মশার কয়েল থেকে রাত ২টার দিকে বাসে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে বাসের মধ্যে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।