ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা: রাজধানীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির (২০২৫) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ'র সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

ঢাকার বিভিন্ন দৈনিক, টেলিভিশন, অনলাইন ও রেডিওতে কর্মরত ১৭৪৪ জন পেশাদার রিপোর্টার।  

২০২৫ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন।  

এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা 

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রধান প্রতিবেদন আবু সালেহ আকন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) প্রধান প্রতিবেদন মুরসালিন নোমানী ও শরিফুল ইসলাম (বিলু)। সহ সভাপতি পদে গাজী আনোয়ার ও ওসমান গনি বাবুল।  

সাধারণ সম্পাদক পদে যে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন: আব্দুল্লাহ আল কাফি, মাহমুদুল হাসান, মাইনুল হাসান সোহেল ও শাহনাজ শারমীন। যুগ্ম সম্পাদক পদে দু’জন প্রার্থী হলেন, জাফর ইকবাল ও নাদিয়া শারমিন।

সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী হলেন,আবদুল হাই তুহিন, এম এম জসিম, এস এম মিজান ও সৈয়দ সাইফুল ইসলাম।

এছাড়া দপ্তর সম্পাদক পদে কিরণ শেখ ও রফিক রাফি। নারী বিষয়ক সম্পাদক ফারহানা হক নীলা ও রোজিনা রোজী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মহসিন হোসেন ও মিজান চৌধুরী। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম। ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ও মো. মজিবুর রহমান।  

সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো. বোরহান উদ্দীন, মো. ফারুক আলম, মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) ও সুমন চৌধুরী।

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। অন্য সদস্যরা হলেন, আবু তাহের, এলাহী নেওয়াজ, বাকের হোসেন ও শহিদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।