ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে পিকআপ ভ্যানের চাপায় নৈশপ্রহরী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
সৈয়দপুরে পিকআপ ভ্যানের চাপায় নৈশপ্রহরী নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছ এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় শামসুল হক (৬৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।  

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

শামসুলের বাড়ি সৈয়দপুর শহরের ইসলামবাগে।
  
এলাকাবাসী জানান, সৈয়দপুর বাইপাস সড়কে অবস্থিত আহমেদ ফ্লাইউড কারখানায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন শামসুল। রাতের ডিউটি শেষ করে সকালে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় সৈয়দপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
  
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।