ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
টাঙ্গাইলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন এসপি

টাঙ্গাইল: টাঙ্গাইলে বাজারে নিরাপত্তা ব্যবস্থা তদারকিসহ সার্বক বিষয়ে খোঁজ নিয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র নেতৃত্বে শহরের পাক বাজার পরিদর্শন করে পুলিশ প্রশাসন।

এ সময় পুলিশ সুপার (এসপি) বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর দেন। একই সঙ্গে নিত্যপণ্যের দামের বিষয়েও জানতে চান তিনি। সে সঙ্গে বাজারে চাঁদাবাজি হয় কিনা সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

বাজার পরিদর্শন শেষে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, বাজারে কোথাও কোনো নিরাপত্তার সমস্যা রয়েছে কি না তা আমরা পর্যবক্ষেণ করেছি। মানুষের মনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষেই আমাদের বাজারে আসা। শুধু বাজার নয়, সব ক্ষেত্রেই নিরাপত্তা জোরদার রয়েছে। যে কোনো কাজের নিরাপত্তার জন্য পুলিশ প্রস্তত রয়েছে।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।