ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সশরীরে উপস্থিতি ছাড়া শিক্ষার্থীদের ভিসা দেবে না দিল্লিতে ৪ ইউরোপীয় মিশন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
সশরীরে উপস্থিতি ছাড়া শিক্ষার্থীদের ভিসা দেবে না দিল্লিতে ৪ ইউরোপীয় মিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম

ঢাকা: নয়াদিল্লিতে অবস্থিত ইউরোপের চার দেশের কাছে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য বিকল্প ব্যবস্থার অনুরোধ করা হয়েছিল। তবে সশরীরে উপস্থিতি ছাড়া তারা ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।

ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস ভারতে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা বর্তমানে ভারতের ভিসা না পেয়ে বিপাকে পড়েছেন। এই সমস্যা সমাধান কীভাবে হবে? পররাষ্ট্র মন্ত্রণালয় কী ভূমিকা রাখবে? এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে আনতে না পারার কারণ কী? এসব প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক বলেন, এটি সত্যি যে ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস ভারতে। তবে ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৩টি দূতাবাস ঢাকায় রয়েছে। উচ্চশিক্ষার জন্য ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা অন্যান্য দেশের পাশাপাশি মূলত: ফিনল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, গ্রিস- এ চার দেশের ভিসার জন্য আবেদন করেছেন।  
তিনি বলেন, ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত এসব দেশের দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যোগাযোগ ছাড়াও সেখানকার (নয়াদিল্লি) বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্টের বিকল্প ব্যবস্থার বিষয়ে অনুরোধ করা হয়েছিল। এ ছাড়া সেসব দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও সংশ্লিষ্ট পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কার্যকরী বিকল্প ব্যবস্থার অনুরোধ জানিয়েছে।  

তিনি আরও বলেন, বারবার অনুরোধের পরও এসব দেশ তাদের অভিবাসন-সংশ্লিষ্ট আইনের বরাত দিয়ে নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসে সশরীরে উপস্থিতি ছাড়া বিকল্পের বিষয়ে অপারগতা প্রকাশ করে। তবে পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর ক্ষেত্রে আমরা ভালো অগ্রগতি দেখতে পেয়েছি, যা আমি শুরুতেই আপনাদেরকে জানিয়েছি।

জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, ঢাকায় অবস্থিত মোট ৫১টি দূতাবাসের মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্কসহ ইউরোপের মোট ১৩টি দূতাবাস রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে স্থাপনের বিষয়টি একান্তই সেসব দেশের নিজস্ব সিদ্ধান্ত।  

তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীসহ বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্কের মাত্রা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সর্বস্তরের আলোচনায় বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করা হচ্ছে।    

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।