ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভবন ম্যানেজারের চিলেকোঠায় আগুন, মরদেহ মিলল পাশের প্লটে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ভবন ম্যানেজারের চিলেকোঠায় আগুন, মরদেহ মিলল পাশের প্লটে

ঢাকা: রাজধানী খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি ১০ তলা ভবনের পাশের খালি প্লট থেকে আল-আমিন শিকদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ওই ভবনে আল আমিনের বসবাসের চিলেকোঠায় (ছাদের ঘর) অগ্নিকাণ্ডের পর তার মরদেহটি মিলেছে।

পুলিশ বলছে, মরদেহের পায়ে পোড়ার চিহ্ন ছিল।

আল আমিন বরিশালের গৌরনদী দিয়াসুর গ্রামের মৃত সিরাজ শিকদারের সন্তান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খিলগাঁওয়ের বনশ্রী-মেরাদিয়া সড়কের এফ ব্লকে ৮/২ গ্লোরিয়াস টাওয়ারের বাড়ির পেছনে বন্ধন হাউজিংয়ের খালি প্লট থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। তিন মাস যাবত ওই ভবনের ম্যানেজার হিসেবে চাকরি করছিলেন আল আমিন। পাশাপাশি ভবনটির ১০ তলার চিলেকোঠায় থাকতেন তিনি।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মশার কয়েল থেকে আল আমিনের চিলেকোঠায় অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। সেই সময় হয়তো আল আমিনের পায়ে আগুন ধরে গেলে তিনি বাঁচার জন্য ছাদ থেকে লাফিয়ে পাশের প্লটের ওপরে পড়েন। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, আনুমানিক সোমবার দিবাগত রাত থেকে আজ ভোরের মধ্যে যে কোনো সময় ১০ তলা গ্লোরিয়াস টাওয়ারের  চিলেকোঠায় অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। পরে পাশের একটি প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হয়তোবা আগুন থেকে বাঁচতে গিয়ে লাফিয়ে নিচে পড়ার চেষ্টা করে আল আমিন সেখানেই পড়ে মারা যান। আল আমিনের রুমের ৮০ শতাংশের বেশিই আগুনে পুড়ে গেছে। সিআইডি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৭টায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।