ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কদমতলী থেকে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
কদমতলী থেকে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে কদমতলীর পূর্ব ধোলাইপাড়ের দনিয়া রোডের পালস্ বিশেষায়িত হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম, কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে কাব্বু (২৪)।  

তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু, একটি মোবাইল ফোন ও নগদ একশ টাকা জব্দ করা হয়।

ডিবি-ওয়ারী সূত্র জানায়, কদমতলীর পূর্ব ধোলাইপাড়ের দনিয়া রোড়ের পালস্ বিশেষায়িত হাসপাতালের সামনে তিন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়েছে বলে খবর পাওয়া যায়।  

এই খবরের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান চালায় ডেমরা জোনাল টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মো. কামরুজ্জামান ওরফে কাব্বুকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা দুজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার কাব্বু ও পলাতকদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাব্বু জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন স্থানে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করতেন।  

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান 

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪ 
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।