ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ঢাকা থেকে খাগড়াছড়িগামী পর্যটকবাহী বাস উল্টে ২০ পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আলুটিলা পুর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে ট্যুর গ্রুপের ব্যবস্থাপনায় গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে সাজেকের উদ্দেশে ৪০ যাত্রী নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে ২০ জন যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার বাসিন্দা। আহতদের পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা সবাই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন বলেন, আহদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২-৩ জন রোগী ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। সবাই খাগড়াছড়ি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতে পারবেন বলে জানান তিনি।


বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।