ঢাকা: জাল জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ১৯০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, আইএফআইসি ব্যাংক পিএলসি সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক এমডি শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া ও ঋণ নিয়মাচার না মেনেই জাল জালিয়াতির মাধ্যমে ওই ব্যাংকের গুলশান শাখার গ্রাহক (ক) ব্লমুন ট্রেডিং লি: (খ) এক্সিস বিজনেজ লি: এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক (গ) এভারেস্ট এন্টারপ্রাইজ (ঘ) গ্লোয়িং কন্সট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. (ঙ) ভিস্তা ইন্টারন্যাশনাল লি. (চ) স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লি. এর অনুকূলে ১৯০৭ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
তিনি আরও জানান, সালমান এফ রহমান ও শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের পরিদর্শন প্রতিবেদনে বর্ণিত অভিযোগগুলো কমিশনের ব্যাংক শাখা থেকে অনুসন্ধান করার নিমিত্তে মহাপরিচালক (মানি লন্ডারিং) বরাবর প্রেরণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময় ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসএমএকে/এমজেএফ