ঢাকা: সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের শিমুলতলা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবশেষে উপজেলা প্রশাসনের আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে যান তারা। এরপর এ সড়কে যান চলাচল শুরু হয়।
এর আগে রোববার (২২ ডিসেম্বর) বাসের চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার এবং সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি ১ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ চালায় তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, গত শনিবার ভোরে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে ঠিকানা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যায়নি।
রোববার ঠিকানা পরিবহনের ওই বাসের চালক ও সহযোগীকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু সোমবার বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো সমাধান নেওয়া হয়নি। যে কারণে তারা ফের মহাসড়ক অবরোধ করেছেন।
জানা গেছে, অবরোধের মধ্যেই উপজেলা প্রশাসন, সাভার মডেল থানা পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয়। সেখানে আগামী রোববারের মধ্যে বাস মালিক, উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। একইসঙ্গে ঠিকানা পরিবহনের ওই বাস চালক ও তার সহযোগীকে দুই দিনের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। এরপর মহাসড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এমজে