ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্কুলের পাশের ইটভাটা দ্রুত সরানোর নির্দেশ: জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
স্কুলের পাশের ইটভাটা দ্রুত সরানোর নির্দেশ: জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ইটভাটা পরিচালনার দায়ে এমএমবি নামে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানাসহ দ্রুত ভাটা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে গোপাল চন্দ্রের মালিকানাধীন ভাটায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তফাদার।

ইয়াসা রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই স্থানীয় নুনিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ইটভাটাটি কার্যক্রম পরিচালনা করায় মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছিল।  

শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ায় শিশুদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছিল।  

এমন অভিযোগে ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে যতদ্রুত সম্ভব ইটভাটা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ দূষণমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।