ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা ছুটলো জাহানাবাদ এক্সপ্রেস

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা ছুটলো জাহানাবাদ এক্সপ্রেস পদ্মাসেতু হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করলো জাহানাবাদ এক্সপ্রেস

খুলনা: মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে সুমধুর আযানের ধ্বনি ভেসে আসছে। সফেদ কুয়াশার চাদর ভেদ করে হিম হিম শীতের মধ্যে যাত্রীরা ছুটে আসছেন খুলনা রেলস্টেশনে।

ঘড়ির কাঁটায় সকাল ৬টা বাজার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের হুইসেল ও পরিচালকের বাঁশির আওয়াজের সঙ্গে সঙ্গেই খুলনা থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে পদ্মাসেতু হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করলো জাহানাবাদ এক্সপ্রেস।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। নতুন এ রুটে খুলনা থেকে পদ্মাসেতু হয়ে প্রথম যাত্রায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা।

খুলনা থেকে নতুন এ রুটের বাণিজ্যিক চলাচলের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমবারের মতো জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। পর্যায়ক্রমে এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এক্ষেত্রে হয়তো বা ছয় মাস সময় লাগতে পারে।

রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) আনুষ্ঠানিকভাবে নতুন ঢাকা-খুলনা-ঢাকা এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলাচল উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর উদ্বোধন করবেন।  

এদিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া জাহানাবাদ এক্সপ্রেস সম্পর্কে খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আশিক আহমেদ বলেন, প্রথম যাত্রায় খুলনাসহ বিভিন্ন রুটে খুলনা স্টেশন থেকে ৫৫৩টি টিকিট বিক্রি হয়েছে। গড়ে বলা যেতে পারে ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। ট্রেনটিতে মোট ১২টি বগি রয়েছে। এর মধ্যে ১১টি যাত্রীবাহী ও একটি পণ্যবাহী। ১১টি বগিতে আসন সংখ্যা ৭৬৮টি।

প্রথম যাত্রায় যাত্রীদের উচ্ছ্বাস
প্রথমদিনের রেলের যাত্রী হতে ভোররাতে স্টেশন ও স্টেশনের বাইরে বিপুলসংখ্যক যাত্রী দেখা যায়। তাদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ ফুলে ফুলে সাজানো ট্রেনের সঙ্গে সেলফি তুলে ইতিহাসের সাক্ষী হয়েছেন।  

মারজুক নামে এক যাত্রী বলেন, ঢাকা যাওয়ার জন্য আগে থেকে বাসের টিকিট কাটা ছিল। গতকাল রাতে অনলাইনে দেখলাম ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। যে কারণে বাসের টিকিট ক্যানসেল করে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ট্রেনে ঢাকা রওনা দিলাম।  

পাপিয়া নামে এক তরুণী বলেন, জাহানাবাদ এক্সপ্রেসের প্রথম যাত্রী হতে পেরে ভীষণ আনন্দ লাগছে। এতদিন খুলনা থেকে ঢাকায় যেতে অনেক সময় নষ্ট হতো। পদ্মাসেতুর নতুন এ রুটে এখন আর সময় নষ্ট হবে না। জ্যামেও বসে থাকতে হবে না।  

আমিন নামে এক যুবক বলেন, আমি ঢাকায় থাকি। এ ট্রেনের মাধ্যমে আমরা অল্প সময়ে ঢাকা যেতে ও আসতে পারবো। বাসের জার্নির চেয়ে ট্রেনের জার্নিটা নিরাপদ। এ রুটে নতুন ট্রেন চালু হওয়ায় আমি ভীষণ আনন্দিত।

এদিকে রেলওয়ে একটি সূত্রে জানা গেছে, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সকাল ৯টা ৪৫ মিনিটে। এটি আবার রাত ৮টায় ঢাকায় ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।

কমছে পথ, বেচে গেছে সময়
পদ্মাসেতু হয়ে খুলনা থেকে ঢাকার দূরত্ব ২৩১ কিলোমিটার কমে গেছে। আগে খুলনা থেকে ঢাকার দূরত্ব ছিল ৪৩০ কিলোমিটার। এখন পদ্মাসেতু হয়ে এ রুটের দূরত্ব হয়েছে ১৯৯ কিলোমিটার।

পদ্মাসেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এ উদ্যোগে খুশি সাধারণ যাত্রীরা।

ভোগ্য পণ্য যাবে ঢাকায়
যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগাড়া, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে। ট্রেনে বিভিন্ন শ্রেণির ৭৬৮টি সিট রয়েছে। এ ট্রেনে ১১টি যাত্রীবাহী কোচ ও একটি লাগেজ ভ্যান রয়েছে। এ লাগেজ ভ্যানের মাধ্যমে খুলনা ও আশপাশের জেলার বিভিন্ন ভোগ্যপণ্য বা মালামাল ঢাকায় নিতে পারবে। ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা ও এসি সিট ১ হাজার ১৮ টাকা।

বর্তমানে ঢাকা থেকে খুলনার পথে দুটি আন্তঃনগর ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘চিত্রা এক্সপ্রেস’ চলাচল করে।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।