নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা শফিকুল ইসলাম হত্যা মামলায় ঘাতক ছেলে রিফাতকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।
এদিন রাতে ভিকটিমের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় তাদের একমাত্র ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করান।
নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মুজিবুর রহমানে ছেলে।
ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় ভিকটিমের স্ত্রী মামলা করেছেন। আমরা ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টার সময় মাদকাসক্ত ছেলে মাদক সেবনের জন্যে মায়ের কাছে ২ হাজার টাকা চায়। তার মা দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের শরীরে হাত তোলেন। পরবর্তীতে বাবা শফিকুল ইসলাম কর্মশেষে বাড়িতে এসে জানতে পারেন মাদকের টাকার জন্য আসামি রিফাত তার মাকে মারধর করেছেন। একপর্যায়ে মায়ের সঙ্গে বেয়াদবির অপরাধে ভিকটিম তার ছেলেকে চর থাপ্পড় দিলে ছেলে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে বাবাকে ছুরিকাঘাত করে। তখন ঘটনাস্থলে ভিকটিম মারা যান।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমআরপি/জেএইচ