ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে পাচার হওয়া ২৬ জনকে দেশে হস্তান্তর

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ভারতে পাচার হওয়া ২৬ জনকে দেশে হস্তান্তর ভারতে পাচার হওয়া ২৬ জনকে দেশে হস্তান্তর

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৬ বাংলাদেশিকে দেশে হস্তান্তর করেছে সেদেশের সরকার। এদের মধ্যে ১৮ জন নারী ও আটজন পুরুষ রয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। এদের বাড়ি ঢাকা, কুড়িগ্রাম, নড়াইল, খুলনা, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ হোসেন জানান, ভারতে অনুপ্রবেশের অভিযোগে ওই ২৬ জন সেখানে বিভিন্ন এলাকায় পুলিশের হাতে আটক হন। পরে দুই থেকে সাত বছর জেলহাজত শেষে তাদের ঠাঁই হয় নিলুয়াসহ বিভিন্ন শেল্টার হোমে। পরে দুদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফেরেন। এছাড়া ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ফেরত আসা বাংলাদেশি নারী পুরুষকে তাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের বাড়ি ফিরিয়ে দিতে রাইট যশোর ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে দুটি এনজিওর জিম্মায় দেওয়া হবে।  

রাইট যশোরের এরিয়া ম্যানেজার আবুল হাসনাত জানান, ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া তারা যাদের মাধ্যমে ভারতে পাচার হয়েছে তাদের নামে মামলা করতে চায়, তাহলে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।