বরিশাল: বরিশাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম খসরু এবং এস এম জাকির হোসেন প্যানেল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।
ভোট গণনা শেষে সভাপতি পদে আমিরুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেনকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া সহ-সভাপতি পদে জাকির হোসেন ও মো. হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন।
অপরদিকে সহ-সাধারণ সম্পাদক পদে এম মোফাজ্জেল, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফিন তুষার, ক্রীড়া সম্পাদক পদে মো. রুবেল খান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যে পদে সাতজনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এম জহির ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত বাকি ছয়জন হলেন কমল সেনগুপ্ত, মো. আব্দুর রাজ্জাক ভূইয়া, পুলক চ্যাটার্জি, সুমন চৌধুরি, মঈনুল ইসলাম সবুজ ও শাহিন হাসান।
এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে কে এম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে নাছির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরণ। এছাড়াও নির্বাচন কমিশনার ছিলেন দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হক।
বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এমএস/আরআইএস