রাঙামাটি: দীর্ঘ ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া দুই পর্যটকের মরদেহ ভেসে উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ দুজনের মরদেহ ভেসে ওঠে।
নিখোঁজ দুজন হলেন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ও চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬) এবং বিপ্লব দের ছেলে প্রিয়ন্ত দাশ (১৭)। তারা সম্পর্কে খালাতো ভাই।
এর আগে তারা একই স্থানেই গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে ডুবে যান তারা।
কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সরোয়ার হোসেন বলেন, মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা নয়জনের একটি পর্যটক দল ইঞ্জিনচালিত নৌকায় করে কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে আসে। দুপুরে তাদের মধ্যে থেকে তিনজন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হন। অপরজন নৌকায় উঠতে সক্ষম হন। নিখোঁহ দুজনের মরদেহ সকাল সাড়ে ৭টার দিকে একই স্থানে ভেসে উঠেছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসআই