বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় আব্দুর রশিদ (৩৩) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার আম্বইল গোরতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রশিদ বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর উত্তরপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে গত ১৫ নভেম্বর ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। এই মামলায় তিনি ১২ নম্বর আসামি। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসআরএস