ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোজাম্বিকে বাংলাদেশিদের নিরাপত্তার ব্যবস্থাসহ ৪ দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
মোজাম্বিকে বাংলাদেশিদের নিরাপত্তার ব্যবস্থাসহ ৪ দাবি 

ঢাকা: দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সরকারি ও বিরোধীদলের রেষারেষির ফলে দেশটিতে অবস্থান করা বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বাংলাদেশিদের জন্য মোজাম্বিকে জরুরিভিত্তিতে একটি দূতাবাসের ব্যবস্থা করে তাদের নিরাপত্তা দেওয়াসহ চারটি দাবি জানিয়েছেন মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটি।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।  

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, আমরা প্রায় দশ হাজারের মতো বাংলাদেশি পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রায় ৩৩ বছর যাবৎ বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসছি। মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফল কেন্দ্র করে সরকারি দল ও বিরোধীদলের রেষারেষির কারণে গত ১০ সেপ্টেম্বর সেখানে আমাদের সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান ও গোডাউন ভাঙচুর ও লুটপাট করা হয়। তিলে তিলে গড়ে তোলা আমাদের এসব ব্যবসাপ্রতিষ্ঠানের ৯০ শতাংশ লুট করে নিয়ে যায়। বর্তমানে আমাদের বাংলাদেশিদের ঘরবাড়ি ও নিরাপদ নয়।

এমতাবস্থায় বাংলাদেশ সরকারের নিকট আমাদের দাবিগুলো হলো- 

১) জরুরিভাবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মোজাম্বিকে বর্তমানে যারা আছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

২) মোজাম্বিকে জরুরিভাবে বাংলাদেশিদের জন্য একটি দূতাবাসের ব্যবস্থা করা হোক।  

৩) লুটপাটের কারণে যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে তাদেরকে বাংলাদেশ সরকারের মাধ্যমে মোজাম্বিক সরকার হতে নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।  

৪) যেসব বাংলাদেশির সেখানে স্থায়ীভাবে নিজস্ব ঘরবাড়ি, দোকানপাট, গোডাউন আছে তাদের নিরাপত্তার জন্য মোজাম্বিক সরকারে সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করা।  

সংবাদ সম্মেলনে মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সহ-সভাপতি মাওলানা সামছুল হকসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪ 
ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।