ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে আন্দোলনে আহত সুজনের পাশে বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
পঞ্চগড়ে আন্দোলনে আহত সুজনের পাশে বিজিবি

পঞ্চগড়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত পঞ্চগড়ের সুজন ইসলামের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের নিজ কার্যালয়ে সুজনের হাতে আর্থিক অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।

এ সময় শারীরিকভাবে অসুস্থ সুজনের পরিবারের খোঁজ খবর নেন তিনি।

আহত সুজন পঞ্চগড় সদর উপজেলার ফুটকীমারী ডাঙ্গাবাড়ী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। আন্দোলনের আগে তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ৫ আগস্ট আন্দোলনে গিয়ে পঞ্চগড়ের ধাক্কামারা এলাকায় হামলায় গুরুতর আহত হন সুজন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন সুজন। পরে তিনি দীর্ঘদিন চিকিৎসা নেন। চিকিৎসক তাকে টানা এক বছর ওষুধ সেবনের পরামর্শ দেন। একই সঙ্গে তাকে ছয়মাস বিশ্রামে থাকতে বলা হয়। এ সময়ে তার পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যাটালিয়নের পক্ষ থেকে সুজনকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হয়।

আন্দোলনে আহত সুজন বাংলানিউজকে বলেন, আন্দোলনে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পঞ্চগড়ের ধাক্কামারা এলাকায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছি। দরিদ্র পরিবার হওয়ায় চিকিৎসা নিতে আর্থিক সংকটে দিন পার করছিলাম। বিজিবির এ সহায়তা উপকারে আসবে। নিজের চিকিৎসার পাশাপাশি ছোট পরিসরে এ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করবো।

১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিজিবি হেডকোয়ার্টার্স এর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সুজনকে পুনর্বাসনে সহায়তা করা হয়েছে। আশা করি এ টাকা দিয়ে ছোট পরিসরে হলেও নতুন একটি যাত্রা শুরু করতে পারবেন সুজন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের মানুষের সেবায় এগিয়ে বিজিবি বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ বিজিবির কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।