ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

৯০ বাংলাদেশি, ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
৯০ বাংলাদেশি, ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন: পররাষ্ট্র উপদেষ্টা ডিক্যাব লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে আটক ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে আগামী ৫ জানুয়ারি মুক্তি পাচ্ছেন। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদের হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।  

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাবের লাউঞ্জ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, ভারতের জলসীমায় আটক ৯০ বাংলাদেশি জেলে এবং বাংলাদেশ আটক ৯৫  ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদেরকে হস্তান্তর করা হবে।

৭৮ জন বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। ৯ ডিসেম্বর তাদের আটক করা হয়। এ ছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও ১২ বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন।

অন্যদিকে ভারতের ছয়টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন ৯৫ জন ভারতীয় জেলেকে  পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়।

ডিকাব লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতে সবসময় কূটনৈতিক সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে আমদের সুসম্পর্ক থাকবে বলে আশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাবের বিদায়ী সভাপতি নূরুল ইসলাম হাসিব।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।