ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

অভ্যুত্থানের শহীদদের তালিকায় নিহত যুবলীগ নেতার নাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
অভ্যুত্থানের শহীদদের তালিকায় নিহত যুবলীগ নেতার নাম

গাজীপুর: জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকায় উঠেছে ছাত্র-জনতার হাতে নিহত যুবলীগ নেতা হামিদুল ইসলাম মোল্লা ওরফে জুয়েল মোল্লার নাম।

নিহত যুবলীগ নেতা জুয়েল মোল্লা গাজীপুরের গাছা থানাধীন চান্দরা মোল্লাবাড়ি এলাকার আব্দুল বারেক মোল্লার ছেলে।

তিনি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী ছিলেন।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন যুবলীগ নেতা হামিদুল ইসলাম মোল্লা ওরফে জুয়েল মোল্লা।

এক পর্যায়ে ঢাকার উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ স্বৈরাচারের দোসর বাহিনী। গুলি ফুরিয়ে গেলে জনতার রোষানলে পড়ে নিহত হন হামিদুল ইসলাম মোল্লা।

গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল প্রকাশিত শহীদদের খসড়া তালিকার ৩৫২ নম্বরে হামিদুল ইসলাম মোল্লার নাম এসেছে। তার এনআইডি: ৫৯৮৪০৯৭৪৬৮। এমআইএস কেস আইডি: ১৭৮৪৫।

এ ব্যাপারে জানতে চাইলে ‘জুলাই রেভোলুশনারি এলায়েন্সের’ মুখপাত্র ফান্তাসির মাহমুদ বাংলানিউজকে বলেন, এমন ত্রুটিপূর্ণ লিস্ট পুনর্বিবেচনা করা প্রয়োজন। শহীদদের নামের সাথে হত্যাকারীদের নাম দেখে আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।  গিগিরই তালিকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সব নেতাদের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশের দাবি জানাই।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।