ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

খিচুড়ি খাওয়া নিয়ে থার্টি-ফার্স্ট নাইটে কিশোরকে গুলি, দুই আগ্নেয়াস্ত্র জব্দ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
খিচুড়ি খাওয়া নিয়ে থার্টি-ফার্স্ট নাইটে কিশোরকে গুলি, দুই আগ্নেয়াস্ত্র জব্দ আগ্নেয়াস্ত্র জব্দ

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে থার্টি-ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইটে) রাতে ধামরাইয়ের রোয়াইল ইউ    নিয়নে এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটে এক কিশোরকে গুলি করা হয়। এ ঘটনায় গতকাল রাতে ধামরাই থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্রসহ দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।  

প্রসঙ্গত, গত মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাতে ইংরেজি নতুন বছর বরণ উপলক্ষে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। খিচুড়ি খাওয়া নিয়ে তার সঙ্গে দ্বন্দ্বের জেরে আকাশ সরকার নামে এক কিশোরকে গুলি করে সে। পরে ওই কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।