ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ৫ থেকে ৭টি বসতঘর ভাঙচুর করেছে সংঘর্ষকারীরা।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে সকালে মাঝারদিয়া গ্রামের সাহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় দুটি বাড়িতে হামলা চালিয়ে ৫ থেকে ৭টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে উজ্জ্বল মাতুব্বর (২৫), সুজন মাতুব্বর (২৭), রাকিব মাতুব্বর (৩২), মেহেদী হাসান (২৮) ও সজীব মাতুব্বরকে (৩৬) ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত দুগ্রুপের সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
আরবি