ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

চুরি যাওয়া ৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
চুরি যাওয়া ৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেপ্তার ২ চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেপ্তার দুই

ঢাকা: রাজধানীর আদাবর এলাকার একটি বাসায় চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- মাহিন (১৬) ও রেহান (১৬)।

শনিবার (৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আদাবর থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, মামলার বাদী বাবলী সরকার গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টায় তার আদাবরের ১৬ নম্বর রোডের বাসায় তালা দিয়ে তার মায়ের চিকিৎসার জন্য বাংলাদেশ আই হসপিটালে আসেন। চিকিৎসা শেষে তিনি সেখান থেকে তার দাদা বাড়ি সাভারে চলে যান। একদিন পর অর্থাৎ ৩০ ডিসেম্বর রাত আনুমানিক ১২টায় তিনি বাসায় এসে দেখেন তার বাসার দরজার তালা ভাঙা ও দরজা খোলা। তিনি বাসার ভেতরে ঢুকে দেখেন আলমারির লক ভাঙা ও কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় রয়েছে। তিনি আরও দেখতে পান আলমারির ভেতর রাখা বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও রূপার অলংকার নেই।  

এ ঘটনায় গত ৩ জানুয়ারি ভুক্তভোগী বাবলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদাবর থানায় একটি চুরি মামলা করা হয়।

থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওই বাসা থেকে চুরি হওয়া ৩২ ভরি তিন আনা স্বর্ণালংকার, ১০ ভরি ১৫ আনা রূপার তৈরি অলংকার ও নগদ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।